• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বশির আহমেদ ভূষিত হলেন মাদার তেরেসা গোল্ডেন  অ‍্যাওয়ার্ডে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:৫৫ এএম;
বশির আহমেদ ভূষিত হলেন মাদার তেরেসা গোল্ডেন  অ‍্যাওয়ার্ডে
বশির আহমেদ ভূষিত হলেন মাদার তেরেসা গোল্ডেন  অ‍্যাওয়ার্ডে

সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ শহরের ২ নং রেল গেইট ফজর আলী ট্রেড সেন্টার  গ্রীণ প্যাসিফিক ৭ম তলায় BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ এর  আয়োজন করা হয়। গত ৩রা অক্টোবর রোজ শুক্রবার এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে মানবিক এবং  সামাজিক কাজে বিশেষ অবদানের জন‍্য জননী  জুয়েলার্সের প্রোপ্রাইটর মো : বশির আহমেদ  কে মাদার তেরেসা গোল্ডেন অ‍্যাওয়ার্ডে ভূষিত করা করা হয়।.



উক্ত অনুষ্ঠান মো: বশির আহমেদ  এর হাতে সম্মাননা  সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড তুলে দেন সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ -০৫, বিশিষ্ট অভিনেতা পীরজাদা শহিদুল হারুন,সাবেক অতিরিক্ত.


সচিব,অর্থমন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়-ঢাকা,প্রফেসর মোঃ আমির হোসেন,বীর মুক্তিযোদ্ধা জসীম তোতা, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাবু,  নাট‍্যকার ও
পরিচালক হুমায়ুন কাবেরী, জনপ্রিয় নাট‍্যকার আজম খান ও অভিনেতা সানোয়ার খান এবং অপরাধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।.



গুরুত্বপূর্ণ  অনুষ্ঠানে আয়োজনটি তে  বিভিন্ন ক‍্যাটাগরিতে বিভিন্ন গুণী জন ও সামাজিক সংগঠন অ‍্যাওয়ার্ডে ভূষিত হন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সবুজ রায়।

মাদার তেরেসা গোল্ডেন অ‍্যাওয়ার্ড ২০২৫  পেয়ে মো: বশির আহমেদ  বলেন, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার  আয়োজক কমিটির প্রতি আমি কৃতজ্ঞ।  এবং তিনি আরো বলেন পুরুস্কার পেলে দায়িত্ব বেড়ে যায়। তাই অতীতের মত চেষ্টা করবো সব সময় সার্মথ‍্য অনুযায়ী মানবিক ও সামাজিক কাজ গুলো করে যেতে ইনসাআল্লাহ্। এবং উক্ত আয়োজক  কমিটির জন‍্য রইলো শুভকামনা।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ